ওরে দেখে যারে তুই (Ore Dekhe Jare Tui) By James


<
ওরে দেখে যারে তুই রাতের নিরবতা
ওরে দেখে যারে তুই ব্যস্ত পুর্নিমা
শুধু পরে আছি আমি একা
জীবনের মাঝপথে আমকে দেখে যা

নিস্তেজ হয়ে পরা দেহের শিরাগুলো
চিৎকার দিয়ে বলে আমাকে দেখে যা
বিবর্ন মন যেন বিশাদেরই ঠিকানা
দৃষ্টি যেন চবিহীন কাফন সাদা

তবু পুরোনো কোন কবিতার মাঝে খুজে সে
কম্পিত চেনা সেই প্রিয়ার আদর
পরে আছি আমি একা
জীবনের মাঝপথে আমাকে দেখে যা

কাঙ্খিত প্রেম হয়েছে আজ যন্ত্রনা
স্বপ্ন রাশি হয়েছে সব গৃহ হারা
মুগ্ধতাহীন বেদনারী বালুচর
বেঁচে থাকা হয়েছে আজ নির্বাসন
পরে আছি আমি একা
জীবনের মাঝপথে আমাকে দেখে যা

No comments

Powered by Blogger.