তুমি জানলে না (Tumi Janle Na) - James


তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা।।

পাহাড়ের কান্নাকে ঝর্ণা সবাই বলে
সেই ঝর্ণা ধারায় পাহাড় কষ্টের নদী বয়ে চলে
আমাকে দেখেছো তুমি
দেখনি এই হৃদয়
অনিশ্চয়তার আগুনে পুরে হয়ে গেছে তা ক্ষয়
এতদিন পাশে থেকেও আহা আহাহা
বুঝনি পাথরের নীরবতা
তুমি জানলে না।

তুমি জানলে না
আমার হাসির আড়ালে কত যন্ত্রণা, কত বেদনা
কত যে দুঃখ বোনা
তুমি জানলে না।।
Lyrics: Prince Mhamud
Singer: James
Album: Piano


2 comments:

  1. এই গানটা কবির বকুল ভাইয়ের লেখা। প্রিন্স মাহমুদের সুরে।

    ReplyDelete
  2. এই গানটা কবির বকুল ভাইয়ের লেখা। প্রিন্স মাহমুদের সুরে।

    ReplyDelete

Powered by Blogger.