Nochiketa ( নচিকেতা )



Title: Biography of Nochiketa



“লাল ফিতে সাদা মোজা সু স্কুলের ইউনিফর্ম
টার সাইরেন সংকেত সিলেবাসে মনোযোগ কম
পড়া ফেলে এক ছুট ছুট্টে রাস্তার মোড়ে, দেখে
সাইরেন মিস করা দোকানীরা দেয় ঘড়িতে দম
এরপর একরাশ কালো কালো ধোঁয়া
স্কুল বাসে করে তার দ্রুত চলে যাওয়া
এরপর বিষন্ন দিন বাজেনা মনোবীণ
অবসাদে ঘিরে থাকা সে দীর্ঘ দিন
হাজার কবিতা বেকার সবই তা
তার কথা কেউ বলে না
সে প্রথম প্রেম আমার নীলাঞ্জনা”

“নিলাঞ্জনা” গান শুনে কোন এক বিশেষ জনের জন্য বিষণ্ণ দিন কাটেনি বাংলা গানের এমন শ্রোতা খুব কমই আছেন। এই নিলাঞ্জনার স্রষ্টা হলেন নচিকেতা। ১৯৬৫ সালের সেপ্টেম্বরে জন্ম নেওয়া এই গুনি শিল্পীর জন্মস্থান কলকাতা, পশ্চিমবঙ্গ। তিনি একই সাথে গান লিখেন, সুর, সঙ্গিত এবং কণ্ঠ দিয়ে থাকেন। নচিতেকার প্রথম এ্যালবাম “এই বেশ ভালো আছি” (Ei Besh Valo Achi)। ১৯৯৩ সালে মুক্তি পাওয়া “এই বেশ ভালো আছি” এ্যালবামে ১২টি গান ছিল। তুমুল জনপ্রিয়তা পাওয়া এই এলবামের পরে নচিকেতা কে আর পিছু তাকাতে হয়নি। এর পর এক এক করে ৩০টি একক সহ আরও অনেক মিক্সড এ্যালবামে কাজ করেছেন। এর পাশাপাশি তিনি অনেক চলচিত্রে প্লেব্যাক সিঙ্গার হিসেবে গান গেয়েছেন।

নচিতেকার উল্লেখযোগ্য গান গুলোর মধ্যে রয়েছেঃ
নিলাঞ্জনা,
রাজশ্রী,
বৃদ্ধাশ্রম,
এই বেশ ভালো আছি,
অনির্বাণ,
যখন সময় থমকে দাড়ায়,
২০১ ধর্মতলা
ইত্যাদি।

এই গুনি শিল্পী ও গানের স্রষ্টার প্রতি Lyrics Tube পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন রইল। 



 

1 comment:

Powered by Blogger.