তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি


সোনার মেয়ে, তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি।।
তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি
আরো দিলাম রোদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাশি
মুখে বললাম না বললাম না যে ভালোবাসি
তোমাকেই, তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি।।
তোমাকেই, তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি।।
তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি
আরো দিলাম রোদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাশি
মুখে বললাম না বললাম না যে ভালোবাসি
তোমাকেই, তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি।।
হারাবো হৃদয় টানে, ভালোবাসার ইকটু মানে
ইচ্ছে করছি দু’জন মিলেই খুঁজি
আবেগী মেঘের ভেতর পৃথিবীর সব আলো
তুমি হবে আমার ভেবে দু’চোখ বুজি
প্রজাপতী হৃদয়টায়ে আমাতে নেই
এযে কি হলো আমার কোথায় আমি ভাসি?
তোমাকেই, তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি।।
তোমায় দিলাম মধ্য দিনের টিনের চালের বৃষ্টি রাশি
আরো দিলাম রোদ্র ধোয়া সবুজ ছোঁয়া পাতার বাশি
মুখে বললাম না বললাম না যে ভালোবাসি
তোমাকেই, তোমায় দিলাম ভূবন ডাঙার হাসি।।

No comments

Powered by Blogger.